পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার ১৯০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২.৩৩ পয়েন্ট কমে ৫১৩০.০৬ ডিএস-৩০ মূল্য সূচক ০.৯৫ পয়েন্ট কমে ১৮৯৪.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭৫ পয়েন্ট কমে ১১৫০.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: মালেক স্পিনিং, বীচ হ্যাচারী, ড্রাগন সোয়েটার, খুলনা প্রিন্টিং, এডিএন টেলিকম, অরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাব ও ইস্টার্ন হাউজিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শার্প ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, এশিয়াটিক ল্যাব, হাক্কানী পাল্প, সামিট অ্যালায়েন্স পোর্ট, মুন্নু সিরামিক, পিএইচপি ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., মালেক স্পিনিং ও এবি ব্যাংক ফার্স্ট মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, আর্গন ডেনিমস, এইচ আর টেক্সটাইল, রেনেটা, মিথুন নিটিং, তুং হাই নিটিং ও বারাকা পাওয়ার।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫৮৭১৬৮৫১৫১৪৭.০০।