পুঁজিবাজার ডেস্ক : রোববার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৩টি কোম্পানির ১২ কোটি ১৭ লক্ষ ৩৪ হাজার ৯১৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৫৪২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৪.১৪ পয়েন্ট কমে ৫১৩২.৩৯ ডিএস-৩০ মূল্য সূচক ১৭.২৮ পয়েন্ট কমে ১৮৯৫.৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৯২ পয়েন্ট কমে ১১৫০.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২৬১টর এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এডিএন টেলিকম, ড্রাগন সোয়েটার, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, আফতাব অটো, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা. ও সানলাইফ ইন্সুঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শাহাজীবাজার পাওয়ার, ফার কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল, লিগেসী ফুটওয়্যার, ড্রাগন সোয়েটার, এনভয় টেক্স, এডিএন টেলিকম, শার্প ইন্ডাঃ, ১ম জনতা মি. ফা. ও রিলায়েন্স ইন্সুঃ মি. ফা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কেয়া কসমেটিকস, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., মুন্নু সিরামিকস, রেনউইক যজ্ঞেশ্বর, জেনারেশন নেক্সট, বেঙ্গল উইন্ডসোর, মার্কেন্টাইল ইন্সুঃ, উসমানিয়া গ্লাস, নরদার্ণ জুট ও সিএপিএম আইবিবিএল মি. ফা।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫৮৪৮৮৭১৪৭০৩২.০০।