কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫’ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন।
সভায় বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির মাননীয় সদস্য মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ (সিএসএএ), এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, পরিচালক অধ্যাপক আবু হেনা রেজা হাসান, অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মুঃ মাহমুদ হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম বক্তব্য প্রদান করেন। সম্মেলনে প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। উপশাখার ইন-চার্জগণ অনলাইনে যুক্ত ছিলেন।