পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২২ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক ও গুনগততথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .১৬ টাকা যা ২০২২ সালে ছিল .২৪ টাকা, ২০২১ সালে ছিল .২০ টাকা। উল্লেখ্য যে ২০২৪ সালের ইপিএসের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাওয়া যায়নি।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৩.৬০ টাকা যা ২০২২ সালে ছিল ১০.৭৩ টাকা, ২০২১ সালে ছিল ১২.০৮ টাকা। উল্লেখ্য যে ২০২৪ সালের এনএভির তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাওয়া যায়নি।