পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে ১৬৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১.৭ টাকা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৭.১ টাকা থেকে ১৮.৯ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ১৭.৪ টাকা এবং সমাপনি দর ১৮.৯ টাকা যা আগের কার্যদিবসে ছিল ১৭.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৭ টাকা থেকে ৪৬.৫০ টাকার মধ্যে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২০.৪ টাকা থেকে ২২.৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২০.৩ টাকা আজকের ওপেনিং দর ছিল ২০.৪ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২২.৩ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৯.৬ টাকা থেকে ৪০ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ১.৭ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ১৭.৫ টাকা থেকে ১৯.২ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১৭.৫ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৮ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১৯.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৫.২ টাকা থেকে ৩৬.৯ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৩৪.৭ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৯.৯ টাকা, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৫০.৩ টাকা, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩৭.৫ টাকা, স্টাইলক্রাফট লিমিটেডের ৫৬.৩ টাকা, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ১১৫ টাকা, বিবিএস ক্যাবলস পিএলসির ১৭.৭ টাকা।