বিনোদন ডেস্ক : পাঁচ বছরের পুরনো এক মামলায় বলিউডের জনপ্রিয় অভিনেতা দিলীপ তাহিলকে (৬৫) দু’মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
২০১৮ সালে ভিনেতা গাড়ি একটি অটোরিকশায় ধাক্কা মারে এবং এর ফলে এক নারী গুরুতর আহত হন। অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনায় হওয়া মামলায় রোববার আদালত এই রায় ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮ সালে দিলীপ তাহিলের মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় সেই সময়ে মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
ওই দুর্ঘটনায় সেই অটোতে থাকা এক নারী যাত্রী আহত হন। তাহিলকে জামিন দেয়া হলেও মামলা চলতে থাকে।
তাহিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে-অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটর যান আইনের অধীনে- অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। সেই মামলার সাজা শোনানো হলো রোববার।
‘বাজিগর’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘সোলজার’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন তাহিল।
আরও পড়ুন:


