January 20, 2025 - 9:48 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

spot_img

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেম এর সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকের মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান। প্রতিনিধি দলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেমকে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মিশনকর্তৃক পরিচালিত অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পসমূহ পরিদর্শনের জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ.ফ.ম. গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান এম.এ. কাশেম বলেন, “সাউথইস্ট ব্যাংক সবসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম হাতিয়ার এবং এই লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতার হাত সর্বদাই প্রসারিত থাকবে।”

প্রফেসর ড. গোলাম রহমান বলেন, “ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আমরা আরও সহজ এবং ব্যাপকভাবে শিক্ষা বিস্তারে অবদান রাখতে পারব”।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন শিক্ষা খাতে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশেষ শিক্ষার্থী অ্যাকাউন্ট, শিক্ষা ঋণ এবং গবেষণা তহবিলের মাধ্যমে শিক্ষাখাতে ব্যাংকের অবদান রাখার উদাহরন তুলে করেন। তিনি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাংকের টিউশন ফি কালেকশন সেবা, পে-রোল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম “সাউথইস্ট এডুফিন”-এর সুবিধা এবং প্লেসমেন্ট অফ ফান্ড এর সম্ভাবনার উপর আলোকপাত করেন।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবার সহজলভ্যতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে সহায়তা, এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ সৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে নিরাপত্তা প্রহরী ও আয়া দিয়েই চলছে পাঠদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষক সংকট থাকায় আয়া ও নৈশ প্রহরী দিয়ে চলছে মাদ্রাসার পাঠদান। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসায় চলছে এমন...

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া...

গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বেদখলের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপু প্রতিনিধি: গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠান বেদখলে অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়ছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর নয়নপুরে ওই...

অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার...

বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন

কর্পোরেট ডেস্ক: ঘরোয়া বিনোদনের মাধ্যম হিসেবে টেলিভিশনের চেহারা ও ধরণে বিগত দশকগুলোতে বড় মাপের পরিবর্তন এসেছে। ঝিরঝিরে, সাদা-কালো ছবির সেই বোকা বাক্স সরিয়ে এখন...

উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন, লাভের স্বপ্ন দেখছেন কৃষক-মৌ চাষীরা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রত্যান্ত অঞ্চলগুলোতে সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে কৃষকের মাঠ। হিমেল হাওয়ায় দোল খাচ্ছে সরিষার গাছ।গুণ গুণ সুরে মধু আহরণে...

দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) ভোরের কাগজ এর প্রধান কার্যালয়ের গেইটে বন্ধের...

ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ গ্রাহকদের সুবর্ণ সুযোগ

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংকের যে সকল সম্মানিত বিনিয়োগ গ্রহীতাগণ সময়মত বিনিয়োগ পরিশোধ করতে পারেননি তাঁদেরকে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে বিনিয়োগ হিসাব নিয়মিত করার...