পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে (১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৭২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৯.৩ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৯৪.১০ টাকা থেকে ১০২.৬০ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৯৪.৪০ টাকা এবং সমাপনি দর ১০২.৬০ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৯৩.৩০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭৭.৮০ টাকা থেকে ১৫১.৮০ টাকার মধ্যে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১.৯ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১৯.৩ টাকা থেকে ২১ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১৯.১ টাকা আজকের ওপেনিং দর ছিল ১৯.৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১১ টাকা থেকে ৫৩.৯০ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৫৭ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২১ টাকা থেকে ২২.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২০.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২১ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২২.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৮ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে।
রবিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৩৩.৯ টাকা, হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেডের ৪৭.২ টাকা, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯.৩ টাকা, এনভয় টেক্সটাইল লিমিটেডের ৩৯.৬ টাকা, দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩.৩ টাকা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিসিটেডের ৩১.৭ টাকা ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১২৮.১ টাকা।