পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৩ কোটি ২৭ লক্ষ ৭১হাজার ২০৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৮ কোটি ৯৩ হাজার ৫৯৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১১.১৫ পয়েন্ট বেড়ে ৫১৪৫.০৮ ডিএস-৩০ মূল্য সূচক ৮.৬১ পয়েন্ট বেড়ে ১৯০২.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৮৯ পয়েন্ট বেড়ে ১১৫৫.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এডিএন টেলিকম, এশিয়াটিক ল্যাব, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, ফাইন ফুডস, সেন্ট্রাল ফার্মা, মিডল্যান্ড ব্যাংক ও কোহিনুর কেমিক্যাল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এডিএন টেলিকম, সিকদার ইন্সুঃ, আইসিআইসিএল, কোহিনুর কেমিক্যাল, হাক্কানি পাল্প, রিপাবলিক ইন্সুঃ, এনভয় টেক্স, ডিজিআইসি, স্ট্যান্ডার্ড ইন্সুঃ ও ইউনাইটেড পাওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পাওয়ার গ্রীড, মিডল্যান্ড ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, আইবিপি, আরএসআরএম স্টিল, বিআইএফসি, ফাইন ফুডস, মিরাকেল ইন্ডাঃ, ইবিএল ফার্স্ট মি. ফা. ও ডিবিএইচ ফার্স্ট মি. ফা।