পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসিআই পিএলসির দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুনগততথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -১৮.২৫ টাকা যা ২০২৩ সালে ছিল -৬.৪৮ টাকা, ২০২২ সালে ছিল ১২.৩০ টাকা, ২০২১ সালে ছিল ৫.৫০ টাকা ও ২০২০ সালে ছিল -১৮.৪৫ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৯১.১৭ টাকা যা ২০২৩ সালে ছিল ১১৩.৬৭ টাকা, ২০২২ সালে ছিল ১৪১.৯৮ টাকা, ২০২১ সালে ছিল ১৬২.৬৫ টাকা ও ২০২০ সালে ছিল ১৩৭.৬৭ টাকা।