পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (‘অক্টোবর-ডিসেম্বর’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা যা ২০২৩ সালে ছিল .৪৬ টাকা, ২০২২ সালে ছিল -২.৬৩ টাকা, ২০২১ সালে ছিল -২.৪৯ টাকা ও ২০২০ সালে ছিল -.৫১ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১০.৩১ টাকা যা ২০২৩ সালে ছিল ৮.২৭ টাকা, ২০২২ সালে ছিল ৭.৭৪ টাকা, ২০২১ সালে ছিল ১১.৫৫ টাকা ও ২০২০ সালে ছিল ১৩.৯০ টাকা।