পুঁজিবাজার ডেস্ক: বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৬ কোটি ৯০ লক্ষ ৬২ হাজার ৭২৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪০৬ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৪৩৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৩৫ পয়েন্ট কমে ৫১৪২.৫২ ডিএস-৩০ মূল্য
সূচক ৬.১১ পয়েন্ট কমে ১৮৯৮.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০২ পয়েন্ট কমে ১১৫৭.৩২
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে
৬৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: মুন্নু ফেব্রিকস, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব,
ওরিয়ন ইনফিউশন, বিএসসি, আফতাব অটোমোবাইলস, ফু- ওয়াং সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, তওফিকা ফুড ও ফু-ওয়াং ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুডস, শাইন পুকুর সিরামিকস, ট্রাস্ট
ইসলামি লাইফ ইন্সুঃ, টেকনো ড্রাগ, ইভেন্স টেক্সটাইল, সিলভা ফার্মা, এশিয়াটিক ল্যাব, আলিফ ইন্ডাঃ ও কাট্টালি টেক্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সোনালি লাইফ ইন্সুঃ, সী পার্ল, খান ব্রাদার্স পিপি, প্রাইম ইন্সুঃ, হামি
ইন্ডাঃ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মি. ফা., সিটি জেনারেল ইন্সুঃ,
মুন্নু ফেব্রিকস ও এইচআর টেক্স।