পুঁজিবাজার ডেস্ক : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৩ কোটি ৫০ লক্ষ ২৭ হাজার ৪৫৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৫১ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৭৪০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.০১ পয়েন্ট কমে ৫১৫০.৮৭ ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৮ পয়েন্ট কমে ১৯০৪.৪২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৪১ পয়েন্ট বেড়ে ১১৫৮.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, আফতাব অটোমোবাইলস, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, ওয়াইম্যাক্স ইলেক্টোড, তৌফিকা ফুড, এওএল ও প্রাইম ফাই: ১ম মি. ফা.।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিনোবাংলা ইন্ডাঃ, আরডি ফুড, জাহিন স্পিনিং, এওএল, আইসিবি এএমসিএল সোনালি মি. ফা-১, কে অ্যান্ড কিউ, ওয়ালটন হাই টেক, সমরিতা হাসপাতাল, ডিজিআইসি ও সাইফ পাওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনিয়ন ক্যাপিটাল, প্রগতি লাইফ ইন্সুঃ, আল-হাজ¦ টেক্স, মিরাকেল ইন্ডাঃ, ফাইন ফুডস, অলটেক্স ইন্ডাঃ, তাক্কাফুল ইন্সুঃ, আইসিবি ইসলামি ব্যাংক, এশিয়া প্যাসিফিক এন্সুঃ ও সিএপিএম আইবিবিএল মি. ফা।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬২২৫২৮৮৪৯২১১.০০।