পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট মিলস বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১২ জানুয়ারি, রোববার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ৮ ও ৯ জানুয়ারি স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ জানুয়ারি, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি মূলধন নিয়ে ১৯৯৫ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার। কোম্পানিটির মোট শেয়ার ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.৩৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৩৬.৮০ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩২.৮৬ শতাংশ শেয়ার।