পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১১ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৬৯৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৭৭১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৪.৪৫ পয়েন্ট কমে ৫১৬৫.১৭ ডিএস-৩০ মূল্য সূচক ১১.৩৫ পয়েন্ট কমে ১৯১৯.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৯৮ পয়েন্ট কমে ১১৪৮.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, রবি এক্সিয়াটা, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, সানলাইফ ইন্সুঃ, ইসলামি ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, রূপালি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., পিএইচপি মি. ফা-১, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., রিলায়েন্স ইন্সুঃ মি. ফা.-১, খান ব্রাদার্স পিপি ও এসআইবিএল ফার্স্ট ইসলামি মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কেয়া কসমেটিকস, তাক্কাফুল ইন্সুঃ, ফার্স্ট ফাইন্যান্স লিঃ, সাফকো স্পিনিং, নূরানী ডাইয়িং, ভিএএমএল বিডি মি. ফা.-১, জেনারেশন নেক্সট, জাহিন স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ ও লিগেসী ফুটওয়্যার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৮০২৫৯৪২৫৩২৫.০০।