পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামি ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েসনের বিধান অনুযায়ী অবসর নেওয়া, পরিচালক নির্বাচন করা ও স্বাধীন পরিচালকদের নিয়োগ নিশ্চিত করা হবে।
এছাড়াও ৩০ জুন, ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষক নিয়োগ করা ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করাসহ আলোচ্য বছরের জন্য কর্পোরেট কমপ্লায়েন্স অডিটর নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নিধারণ করা প্রসঙ্গে আলোচনা করা হবে।