পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেডের লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে যে তারা ৩০জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের জন্য সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ করেছে।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকরেীদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে দিয়েছে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২২ সালে দিয়েছে নগদ ৩৫ শতাংশ ও ১০ শতাংশ স্টক, ২০২১ সালে ৩৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ও ২০২০ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছ।