পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয় নিশ্চিত করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শমরিতা হসপিটাল লিমিটেডের উদ্যোক্তা শামসা চৌধুরি নিকট মোট ২০ লাখ ৬ হাজার ১৮ টি শেয়ার ছিল। এর মধ্যে তিনি ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয় নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাজারের বিদ্যমান দামে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
পর্যবেক্ষনে দেখা যায়, শমরিতা হসপিটাল লিমিটেড ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৯৭ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১ কোটি ৮০ লাখ ১০ হাজার। রিজার্ভে রয়েছে ৭৪ কোটি ১১ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ২ কোটি ১৮ লাখ ৮৯৭ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৫.১৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .০১ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৫.৮১ শতাংশ শেয়ার