পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ারদর বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ০২ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। এতে শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ৯৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আর ৮০ পয়সা বা ৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডাচ্-বাংলা ব্যাংকের ৫ দশমিক ৮২ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৭৯ শতাংশ, এবি ব্যাংকের ৫ দশমিক ১৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ দশমিক ১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪ দশমিক ০৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩ দশমিক ৫০ শতাংশ এবং আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।