বিশেষ প্রতিবেদক: পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগাম প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।এজন্য বিএসইসি ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নীতিমালা ২০২৫’ নামে একটি নীতিমালা প্রণয়ণের উদ্যোগ গ্রহন করেছে।
বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকতায় দায়িত্বশীললতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করতে চায় বিএসইসি। যা দেশেরে শেয়ারবাজার ও সর্বোপরি অর্থনীতির গতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এই ফেলোশিপ সাংবাদিকদের বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ প্রদান করবে, তাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করবে এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড নিশ্চিত করতে সহায়তা করবে।
আরো বলা হয় এই অ্যাওয়ার্ডস প্রোগ্রামের আওতায় তিন ক্যাটাগরিতে মোট তিনটি নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে এবং পৃথক দুইটি বিশেষ ফেলোশিপ প্রদান করা হবে। যার মাধ্যমে স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণের আর্থিক সহায়তা দেওয়া হবে। অ্যাওয়ার্ডসম প্রোগ্রামের প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া ফেলোশিপ বিজয়ীদের যথাক্রমে ৫ লাখ টাকা সমমূল্যের এবং আড়াই লাখ টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।
অ্যাওয়াডস সমূহ হলো : (ক) প্রিন্ট মিডিয়া ক্যাটাগরি অ্যাওয়ার্ড, (খ) ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরি অ্যাওয়ার্ড, ( গ) অনলাইন মিডিয়া ক্যাটাগরি অ্যাওয়ার্ড।
ফেলোশিপ হলো : (ক) ৫ (পাঁচ) লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ (খ) ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ও বাংলাদেশি মলিকানাধীন সংবাদপত্র বা অনলাইন সংবাদ মধ্যম বা ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিতভবে শেয়ারবাজার বিষয়ক রিপোর্টিং এ নিয়োজিত সাংবাদিকবৃন্দ অ্যাওয়ার্ডস বা ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিএসইসি কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ জুরিবোর্ড আবেদনকারীদের প্রদত্ত তথ্য ও প্রস্তাবনা মূল্যায়ন করবে। অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রদাসনকালীন সময়ে কমিশনের আদেশ দ্বারা ৬ সদস্যের সমন্বয়ে জুরিবোর্ড গঠিত হবে। জুরিবোর্ডের সদস্য থাকবেন বিএসইসির একজন প্রতিনিধি, চেয়ারম্যান, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের প্রতিনিধি, চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনীত প্রতিনিধি, ডি, ব্যবসায় অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনীত প্রতিনিধি এবং মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অথবা মনোনীত প্রতিনিধি। জুরিবোর্ড আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, সংবাদের মান এবং অন্যান্য বিষয়াবলি বিচার করে চূড়ান্তভাবে অ্যাওয়ার্ড ও ফেলোশিপ বিজয়ী নির্বাচন করবেন।
উল্লেখ্য ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম চালু করার বিষয়ে বিএসইসি অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।