কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে মারিয়া হাওলাদার এফসিএ। এছাড়া ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম এফসিএ। তারা ১ জানুয়ারী ২০২৫ তারিখে নিজ নিজ অফিসের দায়িত্বভার গ্রহণ করেছেন।
সিএ অর্ডার ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-২, ১৯৭৩) অনুযায়ী একটি নির্দৃষ্ট মেয়াদের জন্য তারা ইনস্টিটিউটের উন্নয়নের জন্য কাজ করবেন। ইতিমধ্যে বিদায়ী আইসিএবি প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীণ এফসিএ সফলভাবে তার ২০২৪ সালের মেয়াদ শেষ করেছেন।
মারিয়া হাওলাদার এফসিএ, হাওলাদার মারিয়া অ্যান্ড কোং, (এইচএমএসি) চার্টার্ড একাউন্ট্যান্টস (ক্রেস্টন গ্লোবালের সদস্য সংস্থা) এর ব্যবস্থাপনা অংশীদার এবং প্রতিষ্ঠাতা।
বর্তমানে তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর মহাসচিবের দায়িত্বে এবং টানা দুই মেয়াদে সংগঠনটির বোর্ড পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন।
মিসেস হাওলাদার ২০২১ এবং ২০২৪ সালে আইসিএবি এর ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস অ্যান্ড মেম্বারস সার্ভিসেস)-এর দায়িত্বে ছিলেন। তিনি ২০২১ সালে আইসিএবি এর বেশ কয়েকটি অটোমেশন প্রকল্পের চেয়ারপারসনও ছিলেন। তিনি ২০০৮ সালে ইনস্টিটিউটের একজন সহযোগী সদস্য এবং ফেলো সদস্য হন ২০১৩ সালে।
তিনি এ. কাসেম অ্যান্ড কোং., চার্টার্ড একাউন্ট্যান্টস এর একজন অংশীদার ছিলেন। এর আগে, মারিয়া হুদা ভাসি এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস এর সাথে যুক্ত ছিলেন।
মোঃ জহিরুল ইসলাম এফসিএ, এ. কাসেম অ্যান্ড কোং এর অংশীদার, চার্টার্ড একাউন্ট্যান্টস, (ইকোভিস ইন্টারন্যাশনালের সদস্য সংস্থা)। তিনি ২০২৪ সালে আইসিএবি -এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জহির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে কর ও কর্পোরেট আইন অনুশীলন করে আসছেন।
জোহির রোটারি ইন্টারন্যাশনালের সদস্য এবং রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটির সভাপতি ছিলেন। তিনি মা-ও-শিশু হাসপাতাল, কিডনি ফাউন্ডেশন এবং বাংলাদেশের ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য। তাছাড়া তিনি চিটাগাং ক্লাব লিমিটেড, চিটাগাং বোট ক্লাব, নর্থ গুলশান ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারী গলফ ক্লাবের আজীবন সদস্য।