সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার: সোনারগাঁও টেক্সটাইলস্ লিমিটেডের ৩৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল শিল্পকলা একাডেমি হল রুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান। কোম্পানির সিএস মোঃ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোঃ বজলুর রহমান, ডিরেক্টর রোজী রহমান, ডিরেক্টর আবরার রহমান খান, সিও মোঃ মনিরুল ইসলাম খানসহ অসংখ্য শেয়ারহোল্ডারগন। এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে অংশ গ্রহন করেন- কোম্পানির ইনডিপেনডেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ আবদুল হালিম ও নমিনি ডিরেক্টর কবির আহমেদ।
উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে সভায় ২০২৪ সালের জুন সমাপ্ত বছরে আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এসময় উপস্থিত শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ প্রদান করা হয়।
কোম্পানীর চেয়ারম্যান একেএম আজিজুর রহমান আগামীতে কোম্পানী উৎপাদন বৃদ্ধিসহ অব্যাহত সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যাক্ত করে কোম্পানীর পরিচালক, কর্মকর্তা কর্মচারী ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য আইন এবং নিয়ম মোতাবেক প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করে পুঁজিবাজারে শেয়ার ক্রয় বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তরিত হয়ে কর্মহীন মানুষ পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ বিনিয়োগকারী পাচ্ছে তাদের ধারাবাহিক লভ্যাংশ যার ফলশ্রুতীতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে যোগাযোগ ব্যবস্থা এবং গ্যাস বিদ্যুৎ এর নানান সংকটের মধ্যেও ইতিপূর্বে বিনিয়োগকারীদের ১২৩ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ প্রদান করতে সক্ষম হয়েছে।
পরিচালনা পর্ষদে রয়েছে এক ঝাঁক বুদ্ধীদিপ্ত এবং চৌকস পরিচালক যাদের পরিচালনায় বাংলাদেশের টেক্সটাইল জগতে সোনারগাওঁ টেক্সটাইল মাথা উঁচু করে নিজস্ব স্বকিয়তায় স্ব-মহিমায় শিল্প জগতে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।