কর্পোরেট ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে এনসিসি ব্যাংকের ১২৯তম শাখা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ব্যাংকের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মইনুল হাসান, সাবেক মেয়র লুতফুর রহমান এবং কালীগঞ্জ শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে আধুনিক ব্যাংকিং ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক তথা সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংক ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ এবং কৃষিখাতকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য গাজীপুরের কালীগঞ্জে শাখা উদ্বোধন করেছে। তিনি অত্র এলাকার সকলকে বিশেষ করে তাঁত, ক্ষুদ্র ও কুটির শিল্প, কৃষিজীবী, ব্যবসায়ী ও পেশাজীবীদের এই শাখা হতে সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার বলেন, এনসিসি ব্যাংক শুধু মুনাফার জন্যই ব্যবসা করে না বরং বিভিন্ন অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই কারণে সিএসআর এর পাশাপাশি রিটেইল ও এসএমই, ইসলামিক ব্যাংকিং, নারী ব্যাংকিং এবং সাসটেইনেবল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার গ্রাহকদের তাঁদের চাহিদা মোতাবেক সেবা দিয়ে আসছে। অত্র এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ কালীগঞ্জ শাখার মাধ্যমে উপকৃত হবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অগ্রাধিকার দিয়ে আসছে। ভারী শিল্প, গার্মেন্টস, বিদ্যুৎ ও অবকাঠমো নির্মাণ থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে এনসিসি ব্যাংক এর অবদান রয়েছে। এসএমই, কৃষি ও আমদানী-রপ্তানী বাণিজ্যসহ সকল শ্রেণীর ব্যবসায়ী এবং পেশাজীবীগণ এ শাখার মাধ্যমে সেবা নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।