পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে। কোম্পনিগুলো হলো- এসিআই লিমিটেড ও এসিআই ফর্মুলেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসিআই লিমিটেডের এজিএম আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হবে।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ৪০ শতাংশ, ২০২২ সালে নগদ ৫০ শতাংশ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে নগদ ৬৫ শতাংশ ১৫ শতাংশ স্টক, ২০২০ সালে নগদ ৮০ শতাংশ ও ১০ শতাংশ স্টক এবং ২০১৯ সালে ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
তথ্য মতে, এসিআই ফর্মুলেশনসের এজিএম আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ২৫ শতাংশ, ২০২২ সালে নগদ ২৫ শতাংশ, ২০২১ সালে নগদ ৩০ শতাংশ ও ৫ শতাংশ স্টক, ২০২০ সালে নগদ ২০ শতাংশ ও ২০১৯ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।