পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির অফিসের নতুন ঠিকানা- রিলায়েন্স ইন্স্যুরেন্স টাওয়ার (লেভেল: ১০-১৪), প্লট-১১, ব্লক- সিডব্লিউএস (সি), সাউথ অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২। আগামী ২৯ ডিসেম্বর থেকে কোম্পানির নতুন ঠিকানা কার্যকর হবে।
ডিএসই সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫৬ টাকা যা ২০২২ সালে ছিল ৫.৮৬ টাকা, ২০২১ সালে ছিল ৫.৫৯ টাকা, ২০২০ সালে ছিল ৫.২১ টাকা ও ২০১৯ সালে ছিল ৫.৫৭ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনভি) হয়েছে ২০২৩ সালের ৬৬.৮৫ টাকা, ২০২২ সালে ছিল ৬৪.১৫ টাকা, ২০২১ সালে ছিল ৬৪.৩৯ টাকা, ২০২০ সালে ছিল ৬০.৭৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৫২.৬০ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ২৫ শতাংশ নগদ, ২০২২ সালে ২৫ শতাংশ নগদ, ২০২১ সালে ২৫ শতাংশ নগদ, ২০২০ সালে ২৫ শতাংশ নগদ ও ২০১৯ সালে ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষনে দেখা যায়, ১৯৯৫ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৯৭ কোটি ৮৮ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ১০ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮৭টি । এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৪.২৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৪.৭৪ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩১.০২ শতাংশ শেয়ার|