পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন বৃহস্পকিবার (২৬ডিসেম্বর) ১৮ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তাতে লেনদেনের শীর্ষে স্থানে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
৯ কোটি ১৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। আর ৮ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।