পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয় পিএলসির ক্রেডিট রটিংসম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জাহিন স্পিনিংয় পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ‘ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড’। জাহিন স্পিনিংয় পিএলসির দীর্ঘমেয়এদ ‘বিবি+’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৪’।
৩০ জুন, ২০২৪ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .১৩ টাকা যা ২০২২ সালে ছিল -১.২৮ টাকা, ২০২১ সালে ছিল -২.৫২ টাকা, ২০২০ সালে ছিল -৩.৩৯ টাকা ও ২০১৯ সালে ছিল .৬৩ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৫.১০ টাকা যা ২০২২ সালে ছিল ৪.৯৭ টাকা, ২০২১ সালে ছিল ৬.২৫ টাকা, ২০২০ সালে ছিল ৮.৭৮ টাকা ও ২০১৯ সালে ছিল ১২.৮১ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে .২৫ শতাংশ নগদ, ২০১৯ সালে ৫ শতাংশ স্টক, ২০১৮ সালে ১০ শতাংশ স্টক, ২০১৭ সালে ১৫ শতাংশ স্টক ও ২০১৬ সালে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য ২০২০-২০২২ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।