পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১০ কোটি ৮৩ লক্ষ ৩৬ হাজার ৮৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৭৫ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৮২৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.৪৭ পয়েন্ট কমে ৫১৬৯.৩২ ডিএস-৩০ মূল্য সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে ১৯২৩.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৭৮ পয়েন্ট বেড়ে ১১৫৮.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, বিএসসি, ফাইন ফুডস, যমুনা অয়েল, রবি এক্সিয়াটা, খান ব্রাদার্স পিপি, আইসিবি, জিপিএইচ ইস্পাত, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. ও রূপালি লাইফ ইন্সুঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গোল্ডেন হারভেস্ট, মুন্নু অ্যাগ্রো, সিম টেক্স, দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বিবিএস, সেন্ট্রাল ইন্সুঃ, সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা সিমেন্ট ও ডেফোডিল কম্পিউটার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ওয়েল্ডিং, ইউনিয়ন ক্যাপিটাল, সাফকো স্পিনিং, আইসিবি, ফার্স্ট ফাইন্যান্স, মেঘনা পেট, আইসিবি এমপ্লয়ী মি.ফা-১ স্কিম-১, নিউ লাইন, এওএল ও পিপলস লিজিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৯১৯৭১০০৫১৮৬.০০।