পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি এর ২৩তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগন ২০২৩-২৪ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ১৬% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
এতে সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন মিসেস সেলিনা আলী।উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী।
শেয়ারহোল্ডারগনের উদ্দেশ্যে সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী কোম্পানীর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
ভাচুর্য়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য ২৩তম বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ আরও যুক্ত ছিলেন-স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও নমিনেশন এন্ড রেমুনেরাশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আহসান উল্লাহ। মনোনীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, মোঃ খালেদ নূর, গাজী মোঃ সাখাওয়াত হোসেন এবং প্রধান নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন এবংপরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানী সচিব মোঃ শরীফ হাসান এফসিএস।
এছাড়াও সভায় সংযুক্ত ছিলেন-চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ অপু সুলতান এফসিএ (ভারপ্রাপ্ত), অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের প্রধান মোসাব্বিরুল ইসলাম, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিগণ, বহিঃ নিরীক্ষক, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার, কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএসই সূত্রে জানা যায়, ২০২৩ সালের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪২ টাকা যা ২০২২ সালে ছিল ৩.২৭ টাকা, ২০২১ সালে ছিল .৩৩ টাকা, ২০২০ সালে ছিল .৯৫ টাকা ও ২০১৯ সালে ছিল ২.০৯ টাকা।
গত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৮৮.৫১ টাকা যা ২০২২ সালে ছিল ৮৪.৭৩ টাকা, ২০২১ সালে ছিল ৮৮.০৩ টাকা, ২০২০ সালে ছিল ৭৯.৬৮ টাকা ও ২০১৯ সালে ছিল ৮০.৬৯ টাকা।
পর্যবেক্ষনে দেখা যায়, ২০১২ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে বর্তমানে কোম্পানিটি ১০০০ কোটি টাকা মূলধন নিয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ২৯৪ কোটি ৪০ লাখ টাকা, রিজার্ভে রয়েছে ১৬৯৩ কোটি ২ লাখ টাকা এবং কোম্পানিটির মোট শেয়ার ২৯ কোটি ৪৪ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৫.৯৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৯.৩৪ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .২৯ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৪.৪০ শতাংশ শেয়ার।