স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের পর অবসরের ঘোষণা দেন অশ্বিন।
ব্রিসবেন টেস্টের পর ভারত অধিনায়ক রোহিত শর্মার সাথে সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে অশ্বিন বলেন, ‘ভারতের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সব সংস্করণে এটাই আমার শেষ দিন।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে, ক্রিকেটার হিসেবে দলকে কিছু দেওয়ার খুব সামান্যই বাকি আছে। যা অবশিষ্ট আছে, তা ক্লাব পর্যায়ের ক্রিকেটে দেখাতে চাই।’
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন অশ্বিন। ঐ ম্যাচের দুই ইনিংসে ব্যাট হাতে ২৯ রান ও এক ইনিংস বল করে ৫৩ রানে ১ উইকেট নেন তিনি।
অশ্বিন বলেন, ‘আমি অনেক মজা করেছি। রোহিতসহ অন্য সতীর্থদের সাথে অনেক স্মৃতি তৈরি করেছি। ধন্যবাদ দেওয়ার মতো অনেকেই আছে। তবে আমি যদি বিসিসিআই এবং সহকর্মী ও সতীর্থদের ধন্যবাদ না দেই, সেটি আমার জন্য দায়িত্ব পালনে ব্যর্থ হিসেবে যুক্ত হবে।’
২০১০ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় অশ্বিনের। একই বছর টি-টোয়েন্টি এবং ২০১১ সালে টেস্ট অভিষেক হয় তার।
দেশের হয়ে ১০৬ টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিন। টেস্টে ২৪.০০ গড়ে ৫৩৭ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে সর্বোচ্চ শিকারীর তালিকায় সপ্তম এবং দেশের মধ্যে দ্বিতীয়স্থানে আছেন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ ৬১৯টি উইকেট নিয়েছেন কুম্বলে। ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন অশ্বিন। ১০৬ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৫০৩ রান করেছেন তিনি।
ওয়ানডেতে ১৫৬ উইকেট ও টি-টোয়েন্টিতে ৭২ উইকেট শিকার করেছেন ৩৮ বছর বয়সী অশ্বিন। ওয়ানডেতে ব্যাট হাতে ৭০৭ রান ও টি-টোয়েন্টিতে ১৮৪ রান আছে তার।
টেস্ট র্যাংকিংয়ে বোলারদের তালিকায় পঞ্চমস্থানে ও অলরাউন্ডারদের তালিকায় তৃতীয়স্থানে থেকে ক্যারিয়ার শেষ করলেন অশ্বিন।