পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কো¤পানির ১৪ কোটি ৭১ লক্ষ ৯১ হাজার ৫১৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫০৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৫.৭২ পয়েন্ট বেড়ে ৫২২৪.৫৮ ডিএস-৩০ মূল্য সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে ১৯২৯.৫০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.২৯ পয়েন্ট বেড়ে ১১৬৬.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, বিএসসি, স্কয়ার ফার্মা, একমি ল্যাব, জিপিএইচ ইস্পাত, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মা, রবি এক্সিয়াটা, এওএল ও এনআরবি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসসি, জিপিএইচ ইস্পাত, জেমীনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, এওএল, বিএসসি, রূপালি ব্যাংক, পাইওনিয়র ইন্সুঃ, কনফিডিন্সে সিমেন্ট ও বীকন ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেঘনা পেট্রলিয়াম, জাহিন স্পিনিং, মিরাকেল ইন্ডাঃ, নিউ লাইন, টুংহাই নিটিং, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., স্ট্যান্ডার্ড সিরামিকস, পিএইচপি মি. ফা-১, প্রিমিয়ার লিজিং ও আরডি ফুড।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৯৬৫০১০৫৮৩৯৪.০০।