December 18, 2024 - 2:09 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

spot_img

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর অবশেষে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের দশটি ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো হবে দুবাইয়ে।

এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলে ছিল পাকিস্তান ও ভারতের দ্বন্দের কারণে। দুটি দেশ অনঢ় ছিল নিজেদের সিদ্ধান্তে। এমনকি আইসিসির শেষ কয়েকটি সভায় একসঙ্গে যোগ দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পেন্ডুলামের মতো দুলতে থাকা টুর্নামেন্টে এসেছে স্বস্তি। ভার্চুয়াল সভায় আলোচনা শেষে পিসিবি ও বিসিসিআই রাজি হয়েছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে, ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল হবে মরুর দেশে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড সম্মতি দিয়েছে বেশ কিছু বিষয়ে। আগের শর্ত মতে, ২০২৬ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি সেমিফাইনালে না ওঠে, তাহলে সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ দুটি হতে পারে পাকিস্তানেই।

১৯৯৬ সালের পর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারতের বাধায় তা নিয়ে জল কম ঘোলা হয়নি। পাকিস্তানকে অবশ্য একটা দিকে ছাড় দিতে হয়েছে। হিসেব অনুযায়ী, আরব আমিরাতে ম্যাচ অনুষ্ঠিত হলে তার ক্ষতিপূরণ পেত পাকিস্তান। তবে, এখন আর সেটি পাবে না। পাকিস্তানের দেওয়া শর্তের মধ্যে একটি ছিল—আগামী বছর ভারত অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের জন্য বিকল্প ভেন্যু ব্যবস্থা করা। সেই ব্যাপারে আপাতত কোনো আলোচনা হয়নি।

অবশ্য, এত নাটকীয়তার মাঝেও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। আর এক সেমিফাইনালসহ মোট ১০ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। অবশ্য ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সে ক্ষেত্রে এই দুটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হতে পারে বলেও আলোচনা আছে।

প্রাথমিক সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেরা ৮ দল নিয়ে আয়োজিত হবে মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলা হবে। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংকে এক্সিকিউটিভ কনফারেন্স অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকায় “জেনারেটিভ এআই, এজেন্টিক এআই এবং ব্লকচেইন এবং ব্যাংকিংয়ের ভবিষ্যৎ পুনঃনির্ধারণ” শীর্ষক এক্সিকিউটিভ কনফারেন্স সফলভাবে আয়োজন...

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর হাতে ৮ জুয়াড়ী আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনী বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, বাংলা মদ ও নগগ টাকাসহ আট জুয়াড়ীকে...

দক্ষিণ এশীয় আঞ্চলিক যুব সম্মেলনে বাংলাদেশী তরুণদের প্রতিনিধিত্ব

কর্পোরেট সংবাদ ডেস্ক: শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুব সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরামের দু’জন যুব সংগঠক ঢাকা...

ট্যুরিস্ট-বিজনেস ভিসা বন্ধ, বেনাপোল দিয়ে যাত্রী পারপার অর্ধেকের নিচে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ভিসা বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রী পারাপার ক্রমেই কমে আসছে।...

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো মতিন স্পিনিং মিলস পিএলসি এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৭ আসামির খালাস

কর্পোরেট সংবাদ ডেস্ক : বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৭ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।...

ভারত থেকে আবারও এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : দেশের বাজারদর নিয়ন্ত্রণে আনতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আজ ও একটি কার্গো রেলে ৪২টি ওয়াগানে আমদানি করা হয়েছে...

এমসিসিআইয়ের সভাপতি কামরান তানভিরুর রহমান পুনর্নির্বাচিত

কর্পোরেট ডেস্ক: ২০২৫ সালের জন্য মেট্রপলিট্যান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রী, ঢাকা (এমসিসিআই) এর সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন কামরান তানভিরুর রহমান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এমসিসিআইয়ের ১২০তম...