কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম রোববার (৮ ডিসেম্বর) ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউশনে আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আজীম, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমউদ্দৌলা।
স্বাগত বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।