পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১১ কোটি ৭৬ লক্ষ ৩২ হাজার ৫২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৯৩ কোটি ৩৮ লক্ষ ৪২ হাজার ৬০৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৯৯ পয়েন্ট কমে ৫১৮১.৮৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.২৯ পয়েন্ট কমে ১৯০৮.৬৩ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.১৯ পয়েন্ট কমে ১১৫৬.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি, গোল্ডেন সন, ফাইন ফুডস, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাব্রোটোরিজ ও ড্রাগন সোয়েটার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনারগাঁ টেক্সটাইল, এইচ আর টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, গোল্ডেন সন, দেশ গার্মেন্টস, ইনডেক্স এগ্রো, পাওয়ার গ্রিড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তমিজুদ্দীন টেক্সটাইল ও স্টাইল ক্রাফট।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., দুলামিয়া কটন, এটলাস বাংলা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা. ১, ইবিএল ফার্স্ট মি. ফা. ও সিএপিএম বিডিবিএল মি. ফা. ১।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬২৫১৭৬০২৭৪৮৫.০০।