January 18, 2026 - 6:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইসিএসবির নতুন সদস্যদের অভ্যর্থনা

আইসিএসবির নতুন সদস্যদের অভ্যর্থনা

spot_img

কর্পোরেট ডেস্ক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) তাদের নতুন নিবন্ধিত সদস্যদের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর হলিডে ইন হোটেলে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাং সেলিম উদ্দিন, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উক্ত অনুষ্ঠানে সাঁইত্রিশ (৩৭) জন সদ্য নিবন্ধিত এসোসিয়েট সদস্যদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।

আইসিএসবি এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সূচনা বক্তব্যের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি আইসিএসবি-এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন এবং নতুন সদস্যদের অভিনন্দন জানান।

আইসিএসবি এর মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান, অলি কামাল এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রাইভেট সেক্টরে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে, নতুন সদস্যদের জ্ঞান, দক্ষতা এবং সততার পরীক্ষা হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য এখনই উপযুক্ত সময়।

নতুন সদস্যদের পক্ষ হতে, দুইজন এসোসিয়েট সদস্য- মোঃ মেহেদী হাসান এসিএস এবং নাজ্জাম আলী খান এসিএস বক্তব্য প্রদান করেন। তারা আইসিএসবির শিক্ষক এবং সিনিয়র সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন যে, আইসিএসবির সর্বস্তরের সকলের সহযোগিতা ছাড়া চার্টার্ড সেক্রেটারী হওয়া কষ্টসাধ্য একটি ব্যাপার। তারা আরও উল্লেখ করেন যে, আইসিএসবি থেকে অর্জিত জ্ঞান তাদের কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন আইসিএসবি-এর সকল সদ্য নিবন্ধিত সদস্যদের অভিনন্দন জানান। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে নতুন সদস্যরা শুধু বাংলাদেশের জন্যই মূল্যবান সম্পদ নয়, বরং তারা তাদের দক্ষতা দিয়ে বৈশ্বিক ক্ষেত্রেও সেবা প্রদান করতে সক্ষম। তিনি নতুন সদস্যদের চার্টার্ড সেক্রেটারী পেশার সর্বসাম্প্রতিক তথ্যাবলী, এই পেশার গুরুত্বপূর্ণ অনুষঙ্গসমূহের বৈশ্বিক চর্চা এবং সর্বশেষ প্রণীত গাইডলাইনসমূহের আলোকে নিজেকে সমৃদ্ধ রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, চার্টার্ড সেক্রেটারীগণ একটি বোর্ডের সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই নতুন সদস্যদের সুশাসন নিশ্চিত করতে সঠিকভাবে প্রস্তুত হওয়া অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে জনগণ সরকার এবং পেশাজীবীদের কাছ থেকে উচ্চ প্রত্যাশা রাখে। এই প্রত্যাশা পূরণে কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নততর সেবা প্রদান এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি করাই উৎকর্ষ অর্জনের মূল চাবিকাঠি।

প্রধান অতিথি মোহাং সেলিম উদ্দিন তার মূল্যবান বক্তব্য প্রদানের পর আইসিএসবি-এর নতুন সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।
আইসিএসবি এর প্রাক্তন প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য মোহাম্মাদ সানাউল্লাহ এফসিএস নতুন সদস্যদের জন্য “চার্টার্ড সেক্রেটারী পেশা” বিষয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন। তিনি চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত আচরণবিধি, নৈতিক নীতিমালা, পেশাগত দায়িত্ব, সুশাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

আইসিএসবি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট-ইন-চার্জ এম নুরুল আলম এফসিএস তার বক্তব্যে বলেন যে, নতুন চার্টার্ড সেক্রেটারীদের জন্য এটি একটি বিশেষ দিন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন যে, এটি একটি নতুন পর্বের সূচনা, যেখানে শেখার আগ্রহ, গভীরতা এবং অর্জিত জ্ঞানের বিকাশ ঘটানোর সুযোগ বৃদ্ধি পাবে। তিনি সদ্য নিবন্ধিত সদস্যদের চার্টার্ড সেক্রেটারী পেশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার এবং এ পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

পরিশেষে আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস, সদস্য, মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটি ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রধান অতিথি, আইসিএসবির কাউন্সিল সদস্য ও উপস্থিত সকলের উদ্দেশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন ইইউর

কপোরেট সংবাদ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম) সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। শনিবার...

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...