December 23, 2024 - 7:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ তে সিরিজ নিশ্চিত করলো সফরকারী আয়াল্যান্ড।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৩৪ রান তোলে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ১৭.১ ওভারে অলআউট হয় ৮৭ রানে।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই পড়ে বিপর্যয়ে। স্কোরবোর্ডের ২২ রান তুলতে নেই চার উইকেট। টপ অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়া বাংলাদেশ এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। দলের আট ব্যাটারই সাজঘরে ফেরেন দুই অঙ্কের রান স্পর্শ করার আগে। প্রথম ম্যাচের মত দ্বিতীয়টিতেও জবাবটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের পেসারদের সামনে অসহায় ভাবে উইকেট বিলিয়ে দিতে দেখা যায় নিগার সুলতানাদের।

এছাড়া পাওয়ার প্লের সুবিধাটা নিতে পারেনি স্বাগতিকরা, ২২ রান তুলতেই হারিয়ে ফেলে চার উইকেট। দলীয় স্কোর বোর্ডে ৫০ রান তুলতে তাদের খরচ হয় ৯ ওভারেরও বেশি। খাদের সামনে চলে আসা দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে দলের স্কোরবোর্ডে ব্যবধান কমিয়ে নেন তিনি। স্বর্ণা ২০ রানে আউট হলেও ব্যাট হাতে ক্রিজ আগলে ছিলেন শারমিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন তিনি। এরপর আর কোন জুটি গড়তে না পরায় ৮৭ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

আইরিশদের হয়ে তিন উইকেট শিকার ও দলের হয়ে ৩২ রান তুলে ম্যাচ সেরা হন প্রেন্ডারগাস্ট। দুটি করে উইকেট পান লরা ডেলানি ও আরলেনে ক্যালি।

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। ১৪ রান করে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার।

তিন নম্বরে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল।

শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি ৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড : ২০ ওভারে ১৩৪/৫ (অ্যামি ২৩, গ্যাবি ১৪, অরলা ৩২, পল ১৬, লরা ৩৫, সারাহ ৪* রেবেকা ৯*; জাহানারা ৪-০-২৫-১, সানজিদা ৪-০-২৭-০, জান্নাতুল ৪-১-২৯-১, নাহিদা ৪-০-২০-২, ফাহিমা ৪-০-৩২-১)

বাংলাদেশ : ১৭.১ ওভারে ৮৭/১০ (দিলারা ১০, মুসতারি ১, জ্যোতি ৬, সুপ্তা ৩৮, তাজ ২, স্বর্ণা ২০, ফাহিমা ৫, জাহানারা ১, জান্নাতুল ২, নাহিদা ০, সানজিদা ০*; ফ্রেয়া ৪-০-২১-০, অরলা ৩.১-০-১৩-৩, কেলি ৩-০-১০-২, অ্যালানা ২-০-১৪-১, লরা ৩-০-১৬-২, অ্যামি ২-০-১৩-০)

ফল : আয়ারল্যান্ড ৪৭ রানে জয়ী।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে: বিএনপি নেতা আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরে পল্টন ময়দানে মওলানা ভাষানী শেখ মুজিবুর রহমানকে...

দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট

কর্পোরেট ডেস্ক: ‘সেবার প্রত্যয়ে আমরাই এগিয়ে’ এই স্লোগানে দেশব্যাপী ‘গ্রাহক সেবা সপ্তাহ- ২০২৪’ কর্মসূচী শুরু করেছে দেশের টেক জায়ান্ট ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।...

‘ঐতিহ্য’-এর নতুন উদ্যোগ: ‘বিনামূল্যে বই নিন, বই পড়ে ফেরত দিন’

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।...

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া...

সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ব্যাংক হিসাবে ২৩০০ কোটি টাকার লেনদেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের নামে...

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে ঢাকার চিঠি: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে...

এনার্জিপ্যাকের এজিএমে ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

কর্পোরেট ডেস্ক: আর্থিক খাতের সাম্প্রতিক অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক প্রবৃদ্ধির অমিত সম্ভাবনা রয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর, ২০২৪) রাজধানীর রাওয়া কনভেনশন হলে...

এপেক্স ফুটওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এপেক্স ফুটওয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং...