পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ২১ কোটি ৮৩ লক্ষ ৪৩ হাজার ৫৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৬ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৪১৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২.৩২ পয়েন্ট বেড়ে ৫২৩৮.৩৭ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৭২ পয়েন্ট বেড়ে ১৯২৭.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২৯ পয়েন্ট কমে ১১৭২.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ২০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-এনআরবি ব্যাংক, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাবঃ, বিএসসি, আইসিবি, ড্রাগন সোয়েটার, অগ্নি সিস্টেম ও জিপি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক মি. ফা., ফার্স্ট জনতা ব্যাংক মি. ফা., জুবলী মি. ফা., ইবিএল এনআরবি মি. ফা., এলআর গ্লোবাল মি. ফা-১, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী মি. ফা., সিএপিএম বিডিবিএল মি. ফা., ইবিএল ফার্স্ট মি. ফা., এসইএমএল লেকচার ইক্যুইটি মি. ফা. ও গ্রামীন ওয়ার স্কীম-২।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এমারেল্ড অয়েল, জুট স্পিনার্স, এইচআর টেক্স, পদ্মা অয়েল, দেশবন্ধু পলিমার, বিবিএস, সিএনএ টেক্স, কনফিডেন্স সিমেন্ট, হামিদ ফেব্রিকস ও মিরাকেল ইন্ডাঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৬৮২৫৭১৭৩৬০৬.৩০।