পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৬ কোটি ৭০ লক্ষ ৬৬ হাজার ৩০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৯৭ কোটি ৩২ লাখ ১০ হাজার ৩৩৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৭.৫৫ পয়েন্ট কমে ৫১৮৫.০৫ ডিএস-৩০ মূল্য সূচক ৫.২০ পয়েন্ট কমে ১৯১১.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৩৬ পয়েন্ট কমে ১১৬৫.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এনআরবি ব্যাংক, এমারেল্ড অয়েল, সী পার্ল, জেনেক্স ইনফোসিস, বিএসসি, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাবঃ, মিডল্যান্ড ব্যাংক ও আইসিবি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি.ফা., মুন্নু ফেব্রিক্স, এমারেল্ড অয়েল, দেশবন্ধু পলিমার, ড্রাগন সোয়েটার, ডমিনেজ স্টিল, এইচআর টেক্স, সাইফ পাওয়ার, ফু-ওয়াং সিরামিকস ও গোল্ডেন সন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আইসিবি এএমসিএল ২য় মি. ফা., তাক্কাফুল ইন্সুঃ, সেন্ট্রাল ইন্সুঃ, নরদার্ন ইন্সুঃ, বিআইএফসি, পদ্মা লাইফ ইন্সুঃ, বিএসসি, সিটি জেনারেল ইন্সঃ, ওয়াটা কেমিক্যাল ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইয়িং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬১৮৫৩৮৪৫২৯৩৭.০০।