November 27, 2024 - 6:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলা১৩ বছরেই কোটিপতি, আইপিএলে ইতিহাস গড়া কে এই বৈভব

১৩ বছরেই কোটিপতি, আইপিএলে ইতিহাস গড়া কে এই বৈভব

spot_img

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় দু’দিন ধরে অনুষ্ঠিত হয়ে গেলো আইপিএল মেগা নিলাম। ৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির ভাগ্য় নির্ধারণ ছিল। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ছিলেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও ছিলেন। ক্যাপড বিদেশি ১৯৩ ও আনক্যাপড বিদেশির সংখ্যা ছিল ১২। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড়ও ছিলেন তালিকায়। তবে নিলামে নজর কাড়ল মাত্র ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাঁকে ১.১০ কোটি টাকায় দলে নিয়েছে রাজস্থান রয়্য়ালস। বৈভবের বেস প্রাইস ছিল যেখানে মাত্র ৩০ লক্ষ টাকা।

নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম তুলে আগেই ইতিহাস লিখেছিল বৈভব। এবার সবচেয়ে কম বয়সে কোটি টাকার উপর আইপিএল চুক্তি করেও বিহারের সমস্তিপুরের ক্রিকেটার রেকর্ড করল। এখন প্রশ্ন এত অল্প বয়সে আদৌ কি বৈভব আইপিএল খেলার ছাড়পত্র পাবে? আইসিসি কিন্তু খেলার বয়স সংক্রান্ত নির্দেশিকা ২০২০ সালেই বেঁধে দিয়েছিল। সেখানে সাফ বলে দেওয়া হয়েছে যে, ১৫ বছর হওয়া না পর্যন্ত কোনও ক্রিকেটার গ্লোবাল পর্যায়ে খেলতে পারবে না। তবে এখানেও একটা বিষয় রয়েছে। সেই ক্রিকেটারের দেশের বোর্ড আইসিসি-র আছে বিশেষ অনুমতি নিয়েই ছাড়পত্র পেতে পারে।

পাকিস্তানের হাসান রাজার কথা বলতে হবে। যিনি ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশের হয়ে ৭ টেস্ট ও ১৫ ওডিআই খেলেছিলেন। তিনি ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর ২২৭ দিন। হাসানই সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেককারী ক্রিকেটার। যদিও তখন আইসিসি বয়স সংক্রান্ত নির্দেশিকা দেয়নি। ফলে হাসানের খেলতে সমস্য়া হয়নি কোনও।

আইসিসি-র ন্যূনতম খেলার বয়সের যে নিয়ম রয়েছে, তা কিন্তু আইপিএলে লাগু হবে না। কারণ এই লিগে এরকম কোনও নিয়মই নেই। এই সিদ্ধান্ত পুরোপুরি রাজস্থানের উপর। তারা বৈভব কে খেলাবে কি খেলাবে না, সে ব্য়াপারে আইপিএলের কিছু বলার নেই। রাহুল দ্রাবিড় ও কুমার সঙ্গাকারার তত্ত্বাবধানে যে ভারতের বিস্ময় বালক আগামীর তারকা হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

নিলামে ছিলেন রাজস্থানের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় বৈভব সত্যিই দারুণ স্কিলফুল। আমরা ভেবেছিলাম যে ও রাজস্থানে ভাল পরিবেশ বেড়ে উঠতে পারবে। বৈভব সবে আমাদের ট্রায়ালে এসেছে এবং ওর মধ্য়ে যা দেখেছি তাতে আমরা সত্যিই খুশি।’

রাহুলদের টিমের সিইও জেক লাশ বলছেন, ‘দেখুন আমাদের নাগপুরের হাই-পারফরম্য়ান্স সেন্টারে বৈভব ট্রেনিং সেরেছে। সত্য়িই ও মোহিত করেছে আমাদের কোচিং স্টাফদের। ও অপার সম্ভাবনার এক ব্যতিক্রমী প্রতিভা। যদিও ওকে আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা বৈভবকে আমাদের ফ্র্যাঞ্চাইজিতে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত।’

বৈভবের বিরুদ্ধে আবার বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগ এনেছেন সমালোচকরা। ছেলের রক্ষাকর্তা হয়ে ময়দানে উত্তীর্ণ হয়েছে তার বাবা সঞ্জীব সূর্যবংশী কথা বলেছে সংবাদসংস্থা পিটিআই-এর সঙ্গে। সঞ্জীব বলেন, ‘দেখুন ওর যখন সাড়ে আট বছর বয়স ছিল, তখনই ও প্রথম বিসিসিআই-এর হয়ে বোন পরীক্ষা করিয়েছিল। ও ইতোমধ্য়ে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। ওর আবার বয়সের পরীক্ষা হতে পারে।’ সূত্র-জিনিউজ।

চলতি বছরের জানুয়ারিতেই পেশাদার ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। তখন তার বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন। ১৯৮৬ সালের পর সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার। রেকর্ডটি অবশ্য ভারতীয় ক্রিকেটারের দখলেই আছে। ১৯৪২ সালে মাত্র ১২ বছর ৭৩ দিনে রাজপুতানার হয়ে রঞ্জি ট্রফি খেলেন আলিমউদ্দিন। তার আগে-পরে মিলিয়ে ১৩ বছর পূর্ণ হওয়ার আগে অভিষেক হয়েছে ৮ ক্রিকেটারের।

গত বছরের নভেম্বরে বাংলাদেশ, ইংল্যান্ডসহ নিজেদের দুটি অনূর্ধ্ব-১৯ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে ভারত। যেখানে অনূর্ধ্ব-১৯ বি দলের হয়ে খেলে ৬ ম্যাচে ১৭৭ রান করে বৈভব। সর্বোচ্চ ৭৫ রান করে বাংলাদেশের বিপক্ষে। তার ইনিংস দেখে প্রশংসা করেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং কোচ ওয়াসিম জাফর।

এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বৈভবের সংগ্রহ ১০০ রান। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ১৩ রান এসেছে তার ব্যাট থেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

অর্থনৈতিক শুমারিতে আসছে ১ কোটি ২২ লাখ আর্থিক ইউনিটের তথ্য

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও কর্মসংস্থানের অন্যতম উৎস এক কোটি ২২ লাখের বেশি আর্থিক ইউনিট বা প্রতিষ্ঠানের তথ্যে সমৃদ্ধ হতে...

যশোরে তিন দিনের ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী শুক্রবার (২৯ নভেম্বর) থেকে যশোর উপশহর মার্কাজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিনদিনের জেলা ইজতেমা। ইজতেমা শুরু উপলক্ষে মার্কাজ মসজিদের...

বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষা করে: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার...

৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।...

এআই ফিচারে বদলে গেলো স্মার্টফোন ফটোগ্রাফি

কর্পোরেট ডেস্ক: দেয়ালে আঁকা ছবি বা গ্রাফিতি দেখে মুগ্ধ হয়ে ছবি তুললেন। পরে খেয়াল করলেন, পাশে কিছু অবাঞ্ছিত পোস্টার ফ্রেমটিকে নষ্ট করছে। কোনো দুশ্চিন্তা...

গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় ঘুরে দাঁড়াচ্ছে ইউনিয়ন ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর গ্রাহকগণ ব্যাংকের প্রতি আস্থা ও ভালোবাসায় টাকা উত্তোলনের পাশাপাশি টাকা জমাও দিচ্ছেন। বেশির ভাগ গ্রাহক মনে করেন, প্রয়োজনে...

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও সেবা এগ্রো-টেক এন্ড সীডসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর মধ্যে মঙ্গলবার (২৬ নভেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট প্রধান...

বিয়ানীবাজারে আইএফআইসি ব্যাংকের ১২২০ তম উপশাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইতে আইএফআইসি ব্যাংকের ১২২০তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) চারখাইয়ের আল মদিনা শপিং কমপ্লেক্সে উপশাখাটি উদ্বোধন করা...