December 14, 2025 - 3:25 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদইসলামী ব্যাংক কোম্পানি আইন-২০২৪ খসড়া বিষয়ে আইবিসিএফের সংলাপ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক কোম্পানি আইন-২০২৪ খসড়া বিষয়ে আইবিসিএফের সংলাপ অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর উদ্যোগে ‘ইসলামী ব্যাংক কোম্পানি আইন-২০২৪ খসড়া’র ওপর ‘ইন্ডাস্ট্রি লিডারস ডায়ালগ’ সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)’র সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

আইবিসিএফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন। বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আইবিসিএফ এর উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমেদ, আইবিসিএফ এর উপদেষ্টা এ কে এম নূরুল ফজল বুলবুল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, গ্লোবাল ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ মাহামুদ হোসেন, এফসিএ, ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আবদুল আউয়াল সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিনা শেখ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. ওমর ফারুক।

খসড়া আইনের উপর ২৫টি বিষয়ে সুপারিশমালা তুলে ধরেন মালেয়শিয়া ইনসিয়েফ ইউনির্ভাসিটির রিসার্চ ফেলো মেজবাহ উদ্দিন আহমেদ, বিআইবিএম এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসাইন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। ইস্টার্ন ব্যাংকের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মিজানুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারী মো: আবদুর রহিম খান এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শরীয়াহ সেক্রেটারিয়েট প্রধান কে এম রহমতুল্লাহ, ইসলামী ব্যাংকিংখাত সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানসমূহ থেকে প্রতিনিধিসহ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ও শরীআহ বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে তাঁদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সুপারিশমালা উপস্থাপন করেন।

পরবর্তীতে যার ভিত্তিতে আইবিসিএফ পর্যালোচনা সাপেক্ষে একটি চূড়ান্ত সুপারিশমালা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে।

মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের সীমা পেরিয়ে বিশ^ পরিমন্ডলে রোল মডেলে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠার চার দশক পার হলেও ‘ইসলামী ব্যাংক কোম্পানি অ্যাক্ট ২০২৪’ এর প্রণয়নের উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের প্রতি আইবিসিএফ এর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই সংলাপের মাধ্যমে প্রকৃত স্টেকহোল্ডারদের মতামত ও পরামর্শ ওঠে এসেছে। ইসলামী ব্যাংকিংয়ের বৈশি^ক মানদন্ড বজায় রেখে শরীয়াহর উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং আইন চূড়ান্তকরণে সংশ্লিষ্ট সকলের সুপারিশমালা বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানান তিনি।

অন্যান্য বক্তাগণ বলেন সফল ইসলামী ব্যাংকিং যাত্রায় পূর্ণাঙ্গ আইনের অনুপস্থিতির কারণে এই খাতে নিকট অতীতে দুর্বৃত্তায়ন ঘটেছে। আইবিসিএফসহ দেশে ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা ও বোর্ড নিয়ন্ত্রক সংস্থার বাহিরে থেকেও এই খাতে নীতি সহায়তা প্রদান করেছে। তাই সকলের সমন্বিত সুপারিশমালাগুলো বিবেচনা করা হলে ইসলামী ব্যাংকিং এর গতিপথ আরো সুগম হবে বলে জানান আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ ও আহত ৮ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত...

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য...

বিপিএল মাতাতে আসছেন মঈন আলি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। শনিবার (১৩...

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, আটক ১

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র‌্যাব। এই ঘটনায়...

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কর্পোরেট সংবাদ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তারা দেশের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...