নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি, ঠাকুরগাঁও জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিএফআইইউ কর্তৃক লীড ব্যাংক পদ্ধতিতে “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় যমুনা ব্যাংক লিমিটেড লীড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাকুর রহমান, পরিচালক, বিএফআইইউ এবং সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ক্যামেলকো এ. কে. এম. আতিকুর রহমান।
সম্মেলনে প্রশিক্ষন প্রদান করেন বিএফআইইউ এর মোঃ মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক, সৈকত কুমার সরকার, যুগ্মপরিচালক এবং যমুনা ব্যাংকের ডেপুটি ক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের হেড মিস সাজিয়া আফরিন আতিক। ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের ৬৪ জন কর্মকর্তা সম্মেলনটিতে অংশগ্রহণ করেন।