কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে রোববার (২৫ নভেম্বর) ব্যবসায়িক পরিকল্পনা-২০২৪ অর্জনের পর্যালোচনা এবং ব্যবসায়িক পরিকল্পনা-২০২৫ এর প্রস্তুতির জন্য নির্দেশিকা প্রদানে শাখা ব্যবস্থাপক সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দীন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গির আলম।
প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, “আপনাদেরকে আরো বেশি গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে তারল্য সংকট দূর করার জন্য স্থানীয়ভাবে আমানত সংগ্রহ করতে হবে এবং খেলাপি ঋণ আদায়ের জন্য জোর প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।”
এছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকগণদের সাথে ব্যবসায়িক পরিকল্পনা-২০২৪ এর অর্জন নিয়ে বিশদ পর্যালোচনা করা হয় এবং ব্যবসায়িক পরিকল্পনা-২০২৫ এর প্রস্তুতির জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়।