নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ নভেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৯ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩০২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ১৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
আজ লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০ টির, কমেছে ২২৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৪ টি কোম্পানির বাজারদর।