বিনোদন ডেস্ক : সুপারম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন হেনরি কাভিল। এরপর তিনি ‘দ্য উইচার’ সিরিজে যুক্ত হয়ে ওটিটির দর্শককেও মুগ্ধ করেন। দেখতে দেখতে তিনি সিরিজটির ৩টি সিজন শেষ করেছেন। তবে চতুর্থ মৌসুমে তিনি উইচার হচ্ছেন না বলে শোনা যাচ্ছে।
হলিউডভিত্তিক নানা গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘দ্য উইচার’ ছাড়ছেন হেনরি। তার পরিবর্তে দেখা যাবে লিয়াম হেমসওয়ার্থকে।
এত সাফল্যের পরও কেন সিজন ৪ থেকে সরে দাঁড়াচ্ছেন হেনরি, এ নিয়ে অনেক আলোচনা চলছে। সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা যাচ্ছে হেনরি নিজের ক্যারিয়ারে বৈচিত্রতা আনতে এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি আবারও সুপারম্যান হয়ে পর্দায় ফিরতে চলেছেন। সেজন্য ‘দ্য উইচার’- এর শুটিং শিডিউল মেলাতে পারবেন না বলেই সরে যাচ্ছেন।
২০১৯ সালে হেনরি কাভিল আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, তিনি ‘দ্য উইচার’ এবং অন্যান্য প্রকল্প একসাথে করতে পারবেন। তিনি সিরিজটির ৭ টি সিজনেই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শর্ত ছিল সিরিজটি আন্দ্রেজ সাপকোভস্কির মূল বইগুলোর প্রতি যথাযথ থাকে। যখন দর্শক দেখতে শুরু করেন শোটি বইয়ের গল্প থেকে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে তখন নানা গুঞ্জন ওঠে যে কাভিল এই পরিবর্তনগুলো নিয়ে অসন্তুষ্ট। যে কোনো সময় তিনি সরে দাঁড়াতে পারেন।
অন্য একটি কারণ হতে পারে হেনরি কাভিলের সুপারম্যান চরিত্রে ফিরে আসার পরিকল্পনা। ডোয়াইন জনসন ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমার প্রচারের সময় স্পষ্টভাবে বলেছিলেন, তিনি চান সুপারম্যান এবং ব্ল্যাক অ্যাডামের মধ্যে একটি লড়াই দেখানো হোক। তিনি ডিসি ফিল্মসের শীর্ষ কর্মকর্তাদের এড়িয়ে হেনরি কাভিলের ক্যামিও উপস্থিতি নিশ্চিত করেন ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিতে। যা সুপারম্যানের ফিরে আসার গুঞ্জন তৈরি করে।
কিন্তু ব্ল্যাক অ্যাডাম বক্স অফিসে ভালো করতে না পারায় এবং ওয়ার্নার ব্রাদার্সে নেতৃত্বের পরিবর্তন আসার পর কাভিলের সুপারম্যান হয়ে ফিরে আসার পরিকল্পনাগুলো বাতিল হয়ে যায়। হেনরি ২০১৭ সালের ‘জাস্টিস লিগ’ সিনেমার পর সুপারম্যান হিসেবে পর্দায় আসেননি।
গুঞ্জন শোনা যাচ্ছে সুপারম্যানকে পর্দায় ফিরে আসতে দেখা যাবে আবারও। সেজন্যই ‘দ্য উইচার’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হেনরি।
তবে এটা এখনও অস্পষ্ট, ঠিক কোন কারণে সিরিজটি থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিলেন সুপারম্যান তারকা।