স্পোর্টস ডেস্ক : লাউতারো মার্তিনেসের গোলে জয়ের ধারায় ফিরলো আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (২০ নভেম্বর) পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটি ১-০ গোলে জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা সেরা ছন্দে না থাকলেও তাদেরকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি পেরু। তবে মেসি-আলভারেসদের আক্রমণে সেই চিরচেনা ধার চোখে পড়ল না। অধিকাংশ সময় প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখেও সুযোগ তৈরি করতে পারল না আর্জেন্টিনা। প্রথমার্ধে ৭৬ শতাংশ বল পায়ে রাখলেও তাই কিছুটা মলিন ছিল তাদের আক্রমণ। পুরো ৪৫ মিনিটে কেবল একবারই গোলমুখে শট নিতে পেরেছিল তারা। মেসি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও সেখান থেকে স্কোরশিটে নাম ওঠানো হয়নি কারোরই।
তবে, শেষ মুহূর্তের আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে তার দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেল কোপা আমেরিকার শিরোপাধারীরা। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি দেশটির ফুটবলে ১ হাজার ৯৯৯তম গোল।
এর মধ্যদিয়ে এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরল মেসিরা। সেই সঙ্গে বছরের শেষটা জয়ে রঙিন করলো আর্জেন্টিনা।