নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ডিএসইতে স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। দর পতনের তালিকায় তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার, গ্লোবাল হেভি, মেঘনা ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।