November 25, 2024 - 12:01 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যগর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন, লোকসানের শঙ্কা

গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন, লোকসানের শঙ্কা

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কুতুবদিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে লবন উৎপাদন মওসুমে মাঠে চাষিরা নতুন লবন তুলতে শুরু করেছে। ক্রমেই আগাম লবন উৎপাদনে চাষিরা মাঠে নামছে। নভেম্বরের মাঝামাঝিতে লবন মাঠ তৈরিতে চাষিরা মাঠে নেমে থাকে। তবে চলতি লবন উৎপাদন মওসুমে অক্টোবরে ১৫ তারিখেই নেমেছে মাঠে। ফলে ইতিমধ্যে লবন মাঠে নতুন লবন উঠতে শুরু করেছে। মাসের শুরুতেই গত ৪ তারিখে লবন তুলছে বলে উপজেলার লেমশীখালীতে নিজ মাঠের চাষি রবিউল হোসেন জানান।

উপজেলার লেমশীখালী, কৈয়ারবিল, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ইউনিয়নে লবন চাষ বেশি হয়ে থাকে। আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নেও কিছুটা চাষ হয়। চলতি লবন মওসুমে উপজেলায় সাড়ে ৬ হাজার একরের বেশি জমিতে লবন উৎপাদন হচ্ছে বলে স্থানীয় বিসিক সূত্র জানিয়েছে। উপজেলায় শতাধিক লবন ব্যবসায়ি রয়েছেন। এছাড়া লবন উৎপাদন ছাড়াও শ্রমিক, পরিবহণ, কার্গো বোটে লবন লোড সবই চাষিদের খরচ থেকে কেটে নেয়া হয়। গত বছর বেশ কয়েকবার লবনের দরপতন হয়। বৈরি আবহাওয়া, বৃষ্টি নানা কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। লবনের দাম বৃদ্ধি ও বাহির থেকে লবন আমদানি হবেনা-এমন আশ্বাসে চাষিরা পুরোদমে লবন মাঠ তৈরি ও কাজে ব্যস্ত এখন।

পশ্চিম লেমশীখালী আলী আকবর সিকদার পাড়া মাঠের লবন চাষি নেজাম উদ্দিন বলেন, কার্তিক মাসের প্রথমেই মাঠ তৈরি করছেন। মাত্র ১৭ দিনেই তিনি লবন পেয়েছেন মাঠে। ইতিমধ্যে ৬০ মণ লবন তিনি বিক্রি করেছেন প্রতিমণ ২৫০ টাকা দরে। অথচ পুরাতন লবনের দাম এখন ৩২৫ টাকা মণ। তিনি আরো বলেন, লবন মাঠের শ্রমিমের মূল্য অনেক বেশি। প্রতিদিন ১জন শ্রমিককে দিতে হচ্ছে ১২০০ টাকা। অনেকে পুরো মওসুমের জন্য (৭ মাস) ১ লক্ষ ৬০ হাজার টাকা। পলিথিন, জমির লাগিয়ত মূল্য,কীটনাশক প্রভৃতি মিলে খরচ অনেক বেশি এবার। কিন্তু মাঠে লবনের দাম নেই। ভাল উৎপাদন হলে প্রতি একরে ৭০০ মণ লবন উঠতে পারে।

লেমশীখালীর লবন ব্যবসায়ি আব্দুর রহিম বলেন, শতাধিক লবন ব্যবসায়ির প্রায় গড়ে ১০ লক্ষ মণ পুরাতন লবন বেশি দামে ক্রয় করে গর্তে মজুদ রাখা আছে। যার মূল্য ছিল মণপ্রতি ৪০০ টাকা। এখন পুরাতন লবনের দাম ৩২৫ টাকা। যে কারণে অনেক চাষি ও ব্যবসায়ির প্রচুর লবন মাঠেই পড়ে আছে। ইতিমধ্যে নতুন লবন উঠতে শুরু করেছে। নতুন লবন মানে হালকা থাকে। দামও কম। চলতি মওসুমে দাম নির্ধারিত না হলেও মাঠ পর্যায়ে প্রতিমণ ২৫০ টাকা চলছে। নারায়নগঞ্জ,খুলনা, চট্টগ্রামের লবন মিলগুলোর ওপর চাহিদা অনুযায়ি চাষিরা ন্যায্য দাম পাবেন বলে তিনি মনে করেন।

স্থানীয় লেমশীখালী বিসিক এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জাকের হোছাইন বলেন, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারিত হয়নি। নতুন করে জমির পরিমাণও জরীপ হয়নি। অন্তত ৬ হাজার ৬‘শ একর জমিতে লবন উৎপাদন হতে পারে বলে জানান তিনি। এছাড়া বিসিকের নিজস্ব লবন মাঠ প্রান্তিক চাষিদের মাঝে একসনা লাগিয়ত বন্টন করার প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার রোল ও তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮ তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ডের বিন্যাস প্রকাশ...

২৩ দিনে প্রবাসী আয় এসেছে ২০ হাজার ৭১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশে চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে বৈধপথে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা...

যমুনা অয়েল পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০১ ডিসেম্বর বিকাল সাড়ে ৬ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা...

আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির...

ইসরায়েলে ৩৪০ মিসাইল-ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ৩৪০ টি ড্রোন ও মিসাইল ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, তেল আবিবে হিজবুল্লাহ ৩৪০টি ড্রোন...

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সৌদির আবাসন,...

আজ ৫ কোম্পানির বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ডিভিডেন্ড এবং ইপিএস ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা আজ সোমবার (২৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

কাট্টালি টেক্সটাইলের ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেড ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে...