November 22, 2024 - 10:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যমূলধন ঘাটতি রেখে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক

মূলধন ঘাটতি রেখে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক

spot_img

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকের মূলধন ঘাটতি রেখে লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ওপর কঠোরতা আরোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সভায় সরকারি-বেসরকারি ১৭ ব্যাংকের এমডিদের এই কঠোরতা আরোপ করেন গভর্নর। এসময় দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা প্রদানসহ বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলাপ করেন ব্যাংক এমডিরা।

এদিন সভায় ডলার, এলসি, রাইফআপ, কেডিট কার্ডের সুদ হার বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে কথা বলেন ব্যাংক এমডিরা।

জানা গেছে, ১৭ ব্যাংকের এমডি মধ্যে ছিলেন, রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী ব্যাংকের এমডি। বেসরকারি ১৩ ব্যাংকের এমডিরা হলেন- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যা্ংক, এক্সিম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাইথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় গভর্নর ব্যাংকগুলোর ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করার ক্ষেত্রে কঠোরত আরোপ করে বলেন, মূলধনের ঘাটতি রেখে যেন কোনো ব্যাংকই ডিভিডেন্ট ঘোষণা করতে না পারেন সে বিষয়ে ব্যাংক এমডি ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

এসময় গভর্নর দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহযোগিতা দেয়ার আহ্বান জানান। এছাড়া এক্সচেঞ্জ রেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে কোনো সমস্যা আছে কিনা বিষয়ে জানতে চাইলে ব্যাংক এমডিরা জানান, তেমন চ্যালেঞ্জ নেই, তবে ওভার ডিউ পেমেন্ট অব এলসিতে কিছু সমস্যা রয়েছে। বিভিন্ন ব্যাংকের এমডিদের কাছে আইএমএফ ও বিশ্বব্যাংক মিটিয়ে সময় ব্যাংক এমডিরা একথা বলছেন।

তারা জানিয়েছে, ইন্টারন্যোশনাল পেমেন্টের ক্ষেত্রে কনফার্মিং ব্যাংকগুলো হয়তো আগেই পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু যখন রিভার্স পেমেন্টের ক্ষেত্রে ডিলে করছে। যদি কোনো ব্যাংক এলসির পেমেন্ট দিতে দেরি করে তাহলে ওই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে আগামীতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এমডিদের সতর্ক করে দেন গভর্নর ।

সভায় এমডিরা জানান, ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল আছে এটা জানুয়ারি মাসে আরও স্টেবল হবে। এখানে যেন কোনো হস্তক্ষেপ কেউ করতে না পারে। কেউ যেন অনেক পরিমাণ ডলার আটকে না রাখে। কেউ যেন ডলার কিনে ইউরোতে ট্রান্সফার না করেন। ক্রস কারেন্সিতে ট্রান্সফার করে যেন অধিক লাভের আশা না করেন। সেসব বিষয়ে গভর্নর ব্যাংক এমডিদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

যদি কোনো ব্যাংক এলসি খুলতে ডিলে করেন। এলসি পোস্ট পোন্ড হয়। সে ব্যাংককে আর এলসি খুলতে পারবে না। ইন্টারন্যাশনাল এলসি যেগুলো খোলা হয়েছে সেগুলো যেন ঠিক ঠাক মত টাকা পয়সা পেমেন্ট করা হয়, সেদিকে খেয়াল রাখার জন্য এমডিদের নির্দেশনা দেন গভর্নর।

বৈঠকে ব্যাংক এমডিরা কেডিট কার্ডের সুদ হার যৌক্তিক পর্যায়ে নেয়ার কথা জানালেও এনিয়ে গভর্নর কোনো মন্তব্য করেননি।

এছাড়া সাবেক গভর্নর ব্যাংকারদের প্রমোশনের ক্ষেত্রে ডিপ্লোমার বাধ্যতামূলক করার যে আইন করেছে। তা বাতিল করেন ডিপ্লোমা বাধ্যতামূলক না করে ৫ মার্ক রাখা যেতে পরে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি প্রমোশন পলিসির তৈরির জন্য কমিটি করার কথা বলেছেন গভর্নর।

ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে ইচ্ছাকৃত খেলাপি হওয়ার ব্যাক্তিদের রাইট অফ পলিসি ইস্যুতে ২ বছর পর পর্যন্ত মামলা করার যে বিধান আছে তা উঠিয়ে দেয়ার দাবি জানান এমডিরা। এবিষয়ে ব্যাংক এমডিরা রাইটআপ করার সঙ্গে সঙ্গে যেন মামলা করতে পারেন সেই নির্দেশনা চেয়েছেন। গভর্নর ব্যাংক এমডিদের বলেছেন, বিআরপিডির সঙ্গে বৈঠক করে পরবর্তীতে এনিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...