কর্পোরেট ডেস্ক: গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই আহ্বানের কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।
তিনি আরো বলেন, ব্যাংকগুলো নিয়ে অহেতুক আতংকের কিছু নেই। ব্যাংকগুলোকে ভালো অবস্থানে নিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংকের সুপরিকল্পনা রয়েছে। আমরা আস্থা ফেরাতে চাই। এ জন্য কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের সাথে ইউনিয়ন ব্যাংক একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং সকলের সহযোগিতায় ইউনিয়ন ব্যাংক খুব দ্রুত গ্রাহকদের আস্থা ফিরে পেতে সক্ষম হবে। বাংলাদেশ ব্যাংকের উক্ত ঘোষণায় ইউনিয়ন ব্যাংকের আমানতকারী ও সর্বস্তরের গ্রাহকদের মধ্যে আশ্বস্ততার ভাব পরিলক্ষিত হচ্ছে।