December 3, 2024 - 11:10 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনআজ মৌসুমীর জন্মদিন, মানিকগঞ্জ যাচ্ছেন সানী

আজ মৌসুমীর জন্মদিন, মানিকগঞ্জ যাচ্ছেন সানী

spot_img

বিনোদন ডেস্ক : ঢাকাই সিমেনায় স্থান করে নিয়েছেলেন চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী। শুধু তাই নয়, অভিনয় তাকে দিয়েছে ‘প্রিয়দর্শিনী’ তকমা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। আজ তার জন্মদিন।

অভিনেত্রী মৌসুমী যে মানুষের হৃদয়ের কতটা গভীরে পৌঁছে গেছেন, তার প্রমাণ মানিকগঞ্জে তার জন্মদিন উদযাপন। বিভিন্ন সংগঠন ও অনুরাগীরা এই নায়িকার জন্মদিন উদযাপন করেন বটে। মৌসুমীর ফ্যান ক্লাবের সদ্যরাও প্রতিটি জন্মদিন বিশেষভাবে উদযাপন করে। উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে চলেছে মানিকগঞ্জে।

গত ১৬ বছর ধরে মানিকগঞ্জের একটি গ্রামের মৌসুমীর জন্মদিন উদযাপন করা হয়। গত কয়েকটি জন্মদিন মৌসুমীকে ছাড়াই উদযাপন করেছেন তার সেখানকার ভক্তরা। সন্তানদের জন্য কয়েক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী। এবারও তাকে ছাড়া দেশের অনুরাগীরা উদযাপন করবেন প্রিয় অভিনেত্রীর জন্মদিন।

মৌসুমীর জন্মদিন প্রসঙ্গে তার স্বামী অভিনেতা ওমর সানীর বলেন, প্রতিবারের মতো এ বছর ফ্যান ক্লাবের পক্ষ থেকে সদস্যরা সন্ধ্যার দিকে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি আজ সকালে মৌসুমীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকব।

ওমর সানী জানান, মানিকগঞ্জের উথলী নামের একটি গ্রামের এক অনুরাগী গত ১৬ বছর ধরে তার বাড়িতে মৌসুমীর জন্মদিন আয়োজন করে আসছেন। মৌসুমীর পরিবার সেটা জানতে পেরেছে গত দুবছর আগে। এ বছরও সেখানে জন্মদিনের আয়োজন থাকবে। মৌসুমী দেশে না থাকায় এবার সে অনুষ্ঠানে যাবেন ওমর সানী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানিকগঞ্জের এ গ্রামটিতে মোসুমীর জন্মদিন উদযাপনের বিষয়টি আমরা অনেক পরে আবিষ্কার করেছি। যিনি মৌসুমীর জন্মদিন পালন করছেন, তার নাম লুৎফর রহমান। তিনি সেখানকার একজন ইউনিয়ন পরিষদ সদস্য। তার সঙ্গে এখন আমার ভালো সম্পর্ক। তিনি একসময় প্রবাসী ছিলেন। তার অফিস মৌসুমী আর আমার ছবি দিয়ে সাজানো। সে খুব উদার মনের মানুষ। প্রত্যন্ত গ্রামের এই মানুষটির এমন আয়োজন আমি দারুণ উপভোগ করি।’

ওমর সানী আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে মৌসুমীর জন্মদিনে গ্রামবাসীর মাঝে খিচুড়িসহ বিভিন্ন খাবার বিতরণ করেন। দোয়ার আয়োজন করেন, এবারও করেছেন। আমাকে নেমন্তন্ন করেছেন। এবার আমি প্রথমবারের মতো সেখানে অংশগ্রহণ করবো। দুপুরে সবার সঙ্গে মৌসুমীর জন্মদিনের খিচুড়ি খাবো। সেখানে জন্মদিনের কেকও কাটা হবে।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। ব্যাপক জনপ্রিয়তা পায় ছবিটি। এরপর ‘অন্তরে অন্তরে’, ‘দোলা’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ ছবিগুলোতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান তিনি। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

অভিনয়ের জন্য মৌসুমী কয়েবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এ ছাড়াও পেয়েছেন বাচসাস পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মননা। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন মৌসুমী। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে তার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ২০০৫ সালে ‘মেহের নিগার’ সিনেমাটি পরিচালনা করেন তিনি। ২০১৬ সালে ‘শূন্য হৃদয়’ নামে একটি টেলিছবিও নির্মাণ করেন তিনি।

১৯৯৬ সালে ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু হয় মৌসুমীর। একই বছর ‘সুখের ঘরে দুখের আগুন’ ও ‘বউয়ের সম্মান’ সিনেমা দুটি প্রযোজনা করেন তিনি। মৌসুমী সিনেমায় অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায়ও অভিনয় করেছেন। করেছেন উপস্থাপনায়ও।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

বিবিসিরর প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশি রিক্তা

অনলাইন ডেস্ক : ব্রিটিশ ব্রডকাস্ট করপোরেশনর (বিবিসি) ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নারী। তিনি রিক্তা আক্তার বানু। মঙ্গলবার...

চলতি মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ঘোষণা করেছে সরকার। তবে গত মাসের মতো এ মাসেও অপরিবর্তিত থাকবে পণ্যটির...

বিয়ানীবাজার সুতারকান্দি সীমান্তে শতর্ক অবস্থানে প্রশাসন

সিলেট প্রতিনিধি : বাংলাদেশে সংখ্যালুঘু নির্যাতনের উপর ইস্যুকরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মীরা। তাদের টার্কেট বাংলাদেশে...

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি

কর্পোরেট সংবাদ ডেস্ক: সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর। মঙ্গলবার...

সিলেটে ৩৭ দিন ধরে চা শ্রমিকদের কর্ম বিরতি

সিলেট প্রতিনিধি : ৩৭ দিন ধরে চা শ্রমিকদের কর্ম বিরতির পর দৈন্যদশায় পড়তে হচ্ছে মালিকপক্ষের। পেটে না ভাত না দিয়ে বেকার শ্রমিক পরিবার গুলোতে...

চাঞ্চল্যকর গৃহবধূ পীপা হত্যা মামলায় স্বামীর জামিন, তদন্তে নির্দোষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আবেদীন কলোনির বাসিন্দা দিলরুবা বেগম পীপা (৩৫) হত্যা মামলায় জামিন পেয়েছেন স্বামী আব্দুল আলিম প্রকাশ আলম (৪৮)। এর...

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির...

গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির কারণে একটি পরিবার ১৭ দিন ধরে বাড়ি ছাড়া রয়েছে বলে...